ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সভা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুমে সমিতির সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে।বুধবার বিকেলে সদর উপজেলার প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামসুদ্দীন বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে চাকরি থেকে বিদায় নেয়ায় উপজেলা কমিটি থেকে অবসরে যেতে হয়েছে কিছু নেতৃবৃন্দকে। সংগঠনের স্বার্থে উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ কে ঐ সমস্ত পদে আলোচনা সাপেক্ষে পদায়ন করা হয়েছে। প্রাথমিক শিক্ষক সমিতির পৌরসভার সভাপতি পদে উওর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন,টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম সাহিনকে সহ সভাপতি পদে, সদর উপজেলার সাধারণ সম্পাদক পদে সফিকুল ইসলাম সবুজ
কে ও নির্বাহী সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান, সাহিত্য সম্পাদক পদে মোছলেহ উদ্দিন সিপনকে উপজেলা কমিটিতে পদায়ন করা হয়েছে। আগত শিক্ষক নেতৃবৃন্দের আলোচনা সাপেক্ষে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেই সাথে সংগঠনের নিয়ম ভঙ্গের কারণে সর্বসম্মতিক্রমে উপজেলা সিনিয়র সহ-সভাপতি থেকে মোঃ গোলাম মাওলা কে বহিষ্কার করা হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ ও নতুন কমিটিতে আগত সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। এবং আগামীতে শিক্ষকদের স্বার্থে উপজেলা ও জেলায় যেকোনো অনিয়মে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানানো হয়।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author