নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বিএনপি জামায়াতকে লক্ষ্য করে বলেন জনগনের কাছে না গিয়ে বিদেশি প্রভুর কাছে যায়। আওয়ামী লীগ নির্বাচনমুখী সরকার। তাই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
শনিবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা কারো জন্য অপেক্ষা করবো না। সারাদেশে আমাদের নির্বাচনের ক্যাম্পেইন চলছে। স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে। লক্ষ্মীপুরে স্মার্ট কর্নারটি আমাদের ৩৪তম। পর্যায়ক্রমে সারাদেশে স্মার্ট কর্নার স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুদ ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কোবির পাটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা নুরুন্নবী চৌধুরী, আবদুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূইয়া মান্না প্রমুখ।
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
লক্ষ্মীপুরে বায়েজিদ ভূইয়ার উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও খাবার বিতরণ
সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া