নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ আল আমিনের পক্ষ থেকে ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি রইলো রমজানুল মোবারক শেষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ।
তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে আসে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে একত্রিত হয়ে কাজ করার অনুপ্রেরণা যোগায় ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। এসময় তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড সহ পৌরবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা ও মোবারকবাদ এবং সকলের কল্যাণ কামনা করেন।
More Stories
লক্ষ্মীপুরে সাহাপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান
কুশাখালিতে খোরশেদ আলম ভূঁইয়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
কমলনগর সোসাইটি কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত