নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা পরিষদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ জোহরের নামাজের পরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদুর রহমান আরিফ এর উদ্যোগ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
মাসুদুর রহমান আরিফ লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মসজিদের খতিব।
আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারীদের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বিপুল পরিমাণ মুসল্লিগন দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
More Stories
লক্ষ্মীপুরে সাহাপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান
কুশাখালিতে খোরশেদ আলম ভূঁইয়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
কমলনগর সোসাইটি কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত