লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমানদেরকেই রাখা হয়েছে। এর আগে ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে সভাপতি পদ পেয়েছেন গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফললুল করিম সেলিম ৭৫ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন। এ কমিটির সহ সভাপতি হিসেবে সফিকুল ইসলাম,ডাঃ এহসানুল কবীর জগলুল, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এমপি আবদুল্যা আল মামুন ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এর নাম ঘোষনা করা হয়। পরবর্তীতে কমিটিতে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়।
Please follow and like us:
More Stories
প্রতাপগন্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটির শপথ।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান