লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আফজাল হোসেন হাওলাদারের বিরুদ্ধে ভবেরহাট বাজারে দোকান ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো: ইব্রাহিম আজ ২৬ জুন (রোববার) বিকেলে স্থানীয় ভবের হাট বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
মো: ইব্রাহিম অভিযোগ করে বলেন, ভবের হাট বাজারে তিনি গত ১০ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্পতি আওয়ামীলীগের ওই নেতা তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দেওয়ায় গত ১৮ জুন আফজাল হোসেন হাওলাদারের নেতৃত্বে ৮-১০ সন্ত্রাসী তার দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করে। এতে তার আড়াই লাখ টাকার ক্ষয়- ক্ষতি হয়। এসময় তাকে এবং তার ছেলেকে মারধর করা হয়। পরে এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি তার নিরাপত্তা ও দোকানের হামলার ঘটনায় বিচারের দাবী জানান।
লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে দোকান ঘর ভাংচুরের অভিযোগ

Please follow and like us:
More Stories
প্রতাপগন্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটির শপথ।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান