নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে এক নারী সাংবাদিকসহ চারজন সফল নারীকে সম্মাননা মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪ ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।
এরা হলেন, সাংবাদিকতায় অবদান রাখায় জনপ্রিয় চ্যানেল ইটিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, নারী উদ্যোগতায় বিশেষ অবদান রাখা জান্নাতুন নাঈম, সংগীত ও প্রশিক্ষণে শমরিতা নাগ এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখা শাহেলা শারমীন।
এর আগে বিকেল ৪টার দিকে নারী দিবস উপলক্ষে “টেকসই উন্নয়নের জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগতি” এ প্রতিপাদ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর পৌরসভা নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, কাউন্সিলর আবুল খায়ের স্বপন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
More Stories
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
লক্ষ্মীপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ