ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

জকশিন বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মিজান পাটোয়ারী সম্পাদক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার জকশিন বাজার বনিক সমিতির নির্বাচন গতকাল শনিবার  বাজার বনিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এতে সভাপতি পদে মিজান ট্রেডার্সের মালিক মোজাম্মেল হোসেন মিজান পাটোওয়ারী  ও সাধারণ সম্পাদক পদে  ফেন্টাসি ট্রেডার্সের মালিক ফজলুর রহমান কে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত করা  হয়।এতে বাজারের সিনিয়র  ব্যবসায়ী সহ  ঘোরের মালিকদের  নিয়ে একটি উপদেষ্টা কমিটি ঘটন করা হয়।একই ভাবে কমিটির অন্যন্য সদস্যরা হলেন  সহসভাপতি:শরীফ হোসেন,বন্ধন হোটেল। সহ-সভাপতি: কামাল উদ্দিন, মক্কা ইলেক্ট্রনিক।সহ সভাপতি মুরাদ হোসেন।সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর মাইক সার্ভিস।
সহ-সাধারণ সম্পাদক:নুরুর রহমান আজাদ,ফেন্ডস ফার্মেসি।
সহ-সাধারণ সম্পাদক:মোঃ সেলিম,রাজ্জাক স্টোর।
কোষাধোক্ষ্য: মাহবুবুর রহমান।
কোষাধোক্ষ্য :সাজিদ পাটওয়ারী,ইউনিক ফ্যাশন। সাংগঠনিক সম্পাদক ফরাদুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক। কফিল উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক। ডাঃ মিহির চন্দ্র মজুমদার,শুভ ফার্মেস।,প্রচার সম্পাদক মফিজুর রহমান,মফিজ স্টোর।
সহ প্রচার সম্পাদক আজাদ হোসেন, আজাদ স্টোর।
ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাকীম।
ক্রীড়া বিসয়ক সম্পাদক মোরশেদ হোক মুশু,বিসমিল্লাহ ইলেক্ট্রনিক।
সহ ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন,বিসমিল্লাহ ক্রোকারিজ।
দপ্তর সম্পাদক হানিফ ভুঁইয়া।সহ দপ্তর সম্পাদক,তোফায়েল আহমদ।
। আগামী সোমবার নতুন কমিটির পরিচিতি সভা, সকল ব্যবসায়ীদেরকে বনিক সমিতির কার্যালয়ে আমন্ত্রন জানানো  হলো।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author