ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে মাসুম ভূঁইয়া নৌকার মনোনয়নে পৌরবাসী আনন্দিত সংবর্ধনায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দিত ও উচ্ছ্বাসিত পৌর লক্ষ্মীপুরবাসী। তাইতো দলে দলে এসে প্রিয় নেতা মাসুম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলিয় নেতা কর্মিরা । আজ ঢাকা থেকে গাড়ি যোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বোর্ডার বাজার এসে পৌছালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ দলের হাজারো নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাসুম ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন । পরে বিশাল গাড়ি বহর ও কয়েকশ মোটরসাইকেল তাকে নিয়ে জেলা শহর প্রদক্ষিণ শেষে  পৌর আওয়ামী লীগ আয়োজনে গণ সংবর্ধনা সভায় যোগ দেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, হুমায়ুন কবির পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, আবদুল মতলব, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না,  যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ মাস্টার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আইনুল আহমেদ তানভীর  জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ইউসুফ পাটোয়ারী। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকি ভূঁইয়া প্রমুখ।

মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। ২৮ নভেম্বর নৌকার বিজয়ের লক্ষ্যে সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। বিপুল ভোটে বিজয় নিয়ে এ পৌরসভা প্রধানমন্ত্রীকে উপহার দেবো। মেয়র নির্বাচিত হয়ে সবসময় পৌরবাসীর দুঃখ লাঘবে আমি কাজ করবো।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author