নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর পৌরসভায় মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে নৌকার মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে এক আলোচনার মাধ্যমে আনন্দ মিছিলটি শেষ করে ।
মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আইনুল আহমেদ তানভীর,জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ইউসুফ পাটোয়ারী,ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ভূঁইয়া, ইবনে জিসান আল নাহিয়ান প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে লক্ষ্মীপুর পৌরসভার নৌকা প্রতীকে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন সংক্রান্ত একটি চিঠি মনোনীত প্রার্থী বরাবর হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুরে মাসুম ভূঁইয়ার পক্ষে আনন্দ মিছিল

Please follow and like us:
More Stories
প্রতাপগন্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটির শপথ।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান