নিজস্ব প্রতিবেদকঃ নিরাপদ, বাসযোগ্য ও মাদকমুক্ত পৌরসভা গড়তে নতুন দিনের স্বপ্ন নিয়ে আসন্ন লক্ষ্মীপুর পৌরসভার মেয়ের প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার গণসংযোগ করেছে । শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের দক্ষিণ স্টেশন থেকে শুরু করে শহরের মেইন বাজার হয়ে উত্তর ইস্টিশন হয়ে মাদাম গিয়ে গণসংযোগ ও লিপলেট বিতরণ শেষ করে। গণসংযোগ কালীন সময়ে অনেকের সাথে কোলাকুলি হ্যান্ডশেক হাত তুলে সালাম বিনিময়ের মাধ্যমে ও মুরুব্বীরা দোয়া দিয়ে দেয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক ইউছুফ পাটোয়ারি, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফারুক, পৌর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদরুল আলম ফারুক, সাধারণ সম্পাদক আহসান হাবিব মানিক, সাবেক ছাত্রলীগ নেতা রনি ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকি ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়াসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
More Stories
প্রতাপগন্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটির শপথ।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান