এপ্রিল ১৭, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

জাতীয় শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামীলীগসহ অন্যান্য সংগঠনগুলি।

রবিবার (১৫ আগস্ট) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক এড. আবুল বাশার, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, শিল্প বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদর থানা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন বাবরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট কালো রাতে তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামণা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ আগস্ট এর হত্যাকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author