মার্চ ২৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে দিনব্যাপী নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬টা ০১মিনিটে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর বিশেষ দোয়া, আলোচনাসভাসহ জেলাব্যাপী নানা আয়োজনে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধাসহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেন। সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ,পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান। এসময় শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এদিকে স্থানীয় ছাত্র নেতাদের অংশ গ্রহণে আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের ব্যানারে শহরে পতাকা মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন নিশাদ ভূর্ঁইয়া, গোলজার মোহাম্মদ, মাহবুবুল আলম বাবু, আবু তালেব হালান, চুন্নু, রিয়াজ, শাকিল, যোবায়ের শুভ, শান্ত পাটোয়ারী, তাহসীন প্রমুখ।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author