নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলা শ্রমিক লীগের ব্যানারে রোববার বিকেলে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, সদর থানা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভূলু।
জেলা শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক ইউসুফ পাটোয়ারীর সঞ্চালনায় পৌর শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, রামগঞ্জ থানা শ্রমিক লীগের আহবায়ক লিটন গাজী, রায়পুর থানা শ্রমিক লীগের আহবায়ক মোহন পাটোয়ারী, যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম রাজীব, রামগতির থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব পরিষদের জেলা সভাপতি মোঃ মনির মিয়া, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রুবেলসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
More Stories
প্রতাপগন্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটির শপথ।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান