নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী তীরবর্তী শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়। রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা এলাকার ভাসমান জেলে ও নদী তীরবর্তী শীতার্তদের এসব কম্বল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক গোফরান হোনে বাবু, তারেক হোসেন, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক দিদার হোসেন মোল্লা, যুবলীগ নেতা খবির আহমেদ, হোসেন হাওলাদার ও জুলহাস মোল্লা প্রমুখ।
যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, শীতে নদীর তীরবর্তী অসহায় মানুষগুলো খুব কস্ট পায়। শীত নিবারণ তাদের কম্বল দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে।
More Stories
প্রতাপগন্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটির শপথ।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান