নিজস্ব প্রতিনিধিঃকেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরে জেলা শ্রমিক লীগের আয়োজনে মিলাদ ও দোয়া করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা শ্রমিক লীগ এ আয়োজন করেন।
জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন।
জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটওয়ারীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম বাবর, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ জামান রিপন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মামুন, সদর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী ওচন্দ্রগঞ্জ শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পৌর শ্রমিক লীগের সভাপতি হেলাল মাহমুদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রায়পুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক রাজিব সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন দক্ষ এ সংগঠকের মৃত্যুতে শ্রমিক লীগের সকল নেতাকর্মী আজ শোকাহত। এসময় নেতাকর্মীরা মরহুম ফজলুল হক মন্টুর আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেন।
More Stories
প্রতাপগন্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটির শপথ।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান