ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হিজবুল বাহার রানার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় কৃষক লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা। রবিবার বিকেলে জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদের সামনে মজিব মঞ্চে এই শ্রদ্ধাঞ্জলি  নিবেদন করেন। স্মরণ করেন ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বে দান কারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ পরে একটি দোয়ার আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা। দোয়ায় কান্নাজড়িত কণ্ঠে তিনি বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ শত বৎসর আয়ু দান করুন ও দেশ পরিচালনার কাজে আল্লাহ উনাকে সুস্থতা শহীত বাঁচিয়ে রাখুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ভূঁইয়া। সহ-সভাপতি জোবায়ের নাঈম। সহ-সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমেদ, সমবায় বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন। জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মাসুদুর রহমান আরিফ। সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া প্রমূখ।

এর আগে গত শনিবার বিকেলে জেলা কৃষকলীগ আয়োজিত কেন্দ্রীয় নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানাকে  সংবর্ধনা দেয়া হয়।

 

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author