নিজস্ব প্রতিবেদকঃ লক্ষীপুরে শারদীয় দুর্গোৎসবে পৌর শহরের ৭টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম। রবিবার সন্ধ্যায় শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ আখড়া মন্দিরে আনুষ্ঠানিকভাবে এ অনুদান দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শঙ্কর মজুমদার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন মাস্টার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো.নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুনুর রশিদ, জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ইউসুফ পাটোয়ারী প্রমুখ।
More Stories
প্রতাপগন্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটির শপথ।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান