নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় ও পেঁয়াজ ক্রয়ের মেমো দেখাতে না পারায় দুইটি আড়ৎকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লক্ষ্মীপুর পৌর বাজারের রিহান ট্রেডার্সকে ৪ হাজার টাকা ও কবির ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারমিন আক্তার সুমি।
পরিদর্শন কালে দেখা গেছে ব্যবসায়িরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করছে এবং পেয়াজ ক্রয়ের মোমো দেখতে চাইলে তাও দেখাতে না পারায় রিহান ট্রেডার্সকে ৪ হাজার টাকা ও কবির ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। গত সপ্তাহ বাজারে পেয়াজের কেজি ছিল ২৮-৩০ টাকা। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের বাজার ৫৫-৬০টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা । পেয়াজের বাজার নিয়ন্ত্রন রাখতে অভিযান অব্যহত থাকবে বলে জানান জেলা প্রশাসন।
More Stories
প্রতাপগন্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটির শপথ।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান