নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন।
একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আলহাজ্ব এম আলাউদ্দিন বলেন নুরুল ইসলাম বাবুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করেছেন।বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সময় তিনি জনগণের পাশেই ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে চন্দ্রগঞ্জ ইউনিয়নের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য: ১৬ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা গেছেন। তিনি চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেল এর সভাপতি ছিলেন। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে তিনজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হলো।
More Stories
লক্ষ্মীপুরে সাহাপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান
কুশাখালিতে খোরশেদ আলম ভূঁইয়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
কমলনগর সোসাইটি কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত