নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের ব্যানারে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম শহীদের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। ৪ জুন বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে, যুগ্ন আহবায়ক ইউসুফ পাটওয়ারীর পরিচালনায় এতে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল কবির রিপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন বাবর, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ আহম্মেদ পাটওয়ারী, সাবেক যুগ্ন আহবায়ক এড. শেখ জামাল রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রকিসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য: ২০০৩ সালের ৪ জুন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম শহীদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত তার হত্যার বিচায় পায়নি পরিবার।
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা শহীদের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু