ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

রায়পুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরের রায়পুরে জেলা পরিষদের উদ্যোগে পৌরসভার ৩১০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।   রোববার (১০ মে) দুপুরে রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে খাদ্য বিতরণ করেন জেলা পরিষদর। এসময় প্রতিটি অসহায় পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম চিনি, ২০০ গ্রাম গুঁড়ো দুধ, ৫০০ গ্রাম মুরি, ৫০০ মিলি তেল, ২৫০ গ্রাম খেজুর প্রদান করা হয়েছে।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ শাহজাহান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-৪৯) মাননীয় সাংসদ জনাব কাজী সেলিনা ইসলাম (সিআইপি)।

এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর নাগরিক ফাউন্ডেশনের মহাসচিব ও রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক জনাব কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, এলএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন রায়পুর পৌসভার নির্বাচিত জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ।

জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হেসেন আরিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ত্রান বিতরণ চলছে।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান বলেন, জেলা পরিষদ সদস্যদের মাধ্যমে দূস্থদের তালিকা করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় খাদ্যগুলো নিয়ে গিয়ে সরাসরি দূস্থদের হাতে বন্টন করা হবে। এ ব্যপারে সতর্কতার সহিত স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author