মার্চ ২৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে লাশ দাফনের দায়িত্ব নিলেন ইনাফ ফাউন্ডেশনের জালাল উদ্দিন রুমি

নিজশ্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে জেলায়  মহামারী আক্রান্ত মৃত লাশ দাফন কাজের জন্য সম্পূর্ন ভাবে প্রস্তুত রয়েছেন ইত্তিহাদুন নাস ফাউন্ডেশন (ইনাফ)বাংলাদেশ। এতে কাজ করবেন ছাত্রনেতা ইত্তেহাদুন নাস ফাউন্ডেশন বাংলাদেশ টিমের অন্যতম সদস্য জালাল উদ্দিন রুমি। তিনি বলেন,

জীবন বাজি রেখে দেশের প্রতি ভালোবাসা এবং সম্মান রেখে প্রস্তুত আমাদের টিম। মানুষের জীবন বাঁচিয়ে রাখতে যুদ্ধ করবো, দেশের কল্যাণে জীবন দিতেও প্রস্তুত আমরা । তিনি আরো বলেন, করোনা মহামারিতে মৃত লাশ দাফনে পিতা, পুত্র, স্ত্রী, স্বামী, আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ যখন আসবে না লাশ দাফনে তখন প্রকৃত নিয়ম অনুযায়ী ধর্মীয় নিয়ম মেনে দাফনকাজ সম্পূর্ণ করবে এই ইত্তেহাদুন নাস ফাউন্ডেশন সংগঠনটি।

এই টিমে মহিলা লাশের জন্য আলাদা মেয়ে সেচ্ছাসেবক টিম রয়েছে। নিজের নিরাপত্তাটা ঠিক রেখে এই মহৎ কাজটি করার প্রয়াসে আমরা হাটছি সঠিক গন্তব্যের পথে। করোনা মোকাবেলায় কর্মহীন গৃহ বন্ধি মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছেন এই স্বেচ্ছাসেবি সংগঠনটি। ধপায় ধপায় এলাকার জনগনকে দিয়েছেন বিভিন্নরকম ত্রান সামগ্রী। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে একমাত্র
বাঁচার উপায় আছে সচেতনতা, ঘরে থাকা এবং নিরাপদে থাকা সংগঠনটির সূত্রে আরো জানা যায় করোনা থেকে বাঁচার লক্ষ্যে আপনারা ঘরে থাকুন খাদ্য আমরা আপনার বাসায় পৌছে দেব। উল্যেখ্য জালাল উদ্দিন রুমি একজন ছাত্রনেতা আওয়ামীলীগের দুঃসময়ে তিনি দলের জন্য অনেক শ্রম দিয়েছেন। তাই মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন।তিনি তার ওয়ার্ডে অনেক সামাজিক স্বেচ্ছাসেবি কাজের সাথে যুক্ত আছেন বর্তমানে তিনি আওয়ামী যুবলীগের সাথে যুক্ত আছেন ।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author