নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে লক্ষ্মীপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০০ পরিবারের মাঝে ৯ম দিনে ও চাল ডাল আলু দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকলে সদরের শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু ৬ নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে চালগুলো দেন।জানা গেছে, সরকারি উপহার ২ টন চাল বরাদ্দ পাওয়ার পর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এই খাদ্য সামগ্রী।
এই পর্যন্ত সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ইউপি চেয়ারম্যান টিটু প্রায় ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জানতে চাইলে চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। করোনা সংকট মোকাবেলায় সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ থেকে আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলবে ইনশাআল্লাহ।
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু