ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

চন্দ্রগঞ্জে পাঁচপাড়া দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কাজী বাবলু

নিজস্ব প্রতিবেদকঃ৷বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় গরিবের জন্য সরকারের পাশাপাশি নিজের অর্থায়নে সহযোগিতার হাত বাড়ালেন কাজী বাবলু। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গরিব, অসহায় এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু নিজস্ব অর্থায়নে পাঁচপাড়া ২ নং  ওয়ার্ডে এই খাদ্য সহায়তা বিতরণের মহতি উদ্যোগ নেন।  সোমবার সকাল থেকে  পাঁচপাড়া ২ নং ওয়ার্ডে ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতা কাজী বাবলু  তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষের সম্মানের কথা চিন্তা করে প্রত্যেকের এলাকায় গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। পুরো সপ্তাহজুড়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, সমাজের প্রত্যেকটি বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে করোনাভাইরাসের মত মহামারির এই কঠিন সময়ে অসহায় মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে।ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author