প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার কমলনগর ফজুমিয়ার হাটে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম ওই গ্রামের রফিকুল ইসলাম হায়দার ছেলে।
জানা যায়, মাসুম ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র।
তার স্বজনরা জানান, করোনায় স্কুল ছুটি থাকায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাড়ির পুকুরে মাছ ধরে, পরে নারিকেল গাছে ডাব খাওয়ার জন্য উঠে, এ সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে মৃত্যুবরন করেন। তার অভিভাবক খোজা খুজি করে পায়নি, শুক্রবার সকালে গাছের নিচে থাকা টিনের ছালে স্বজনরা দেখতে পায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফছার জানান, ওই ছাত্রের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেন।
কমলনগর ফায়ার সার্ভিসের অফিসার নুর আলম জানান, ঘটানাটি গত কালকে ঘটেছে আমরা সকালে খবর পেয়ে ঘটানার স্থলে আসার পরে টিনের ছাল থেকে মাসুমকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি।
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু