ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

বিএনপি নেতা দুদু’র গ্রেফতার ও বিচার দাবিতে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

জগন্নাথ দাস :
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করে সংগঠনটির বিপুল সংখ্যক নেতা-কর্মী।
জেলা যুবলীগের দলীয় কার্যলয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল নোমান প্রমুখ।
বক্তারা তাদের দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
যুবলীগ সুত্রে জানা যায়, গেলো ১৭ সেপ্টেম্বর বিএনপি নেতা দুদু একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাতকারে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author