নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৮ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে আরো ছিলেন, জেলা পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।
উদ্বোধনী খেলায় সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন মুখোমুখি হয়। পরে ট্রাইব্রেকারে ৩-০ গোলে চন্দ্রগঞ্জ ইউনিয়নকে পরাজিত করে উত্তর জয়পুর ইউনিয়ন। এ টুর্নামেন্টে সদর উপজেলার ২১টি ইউনিয়নের ২১টি দল অংশ নিবে।
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
লক্ষ্মীপুরে নন্দন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ
লক্ষ্মীপুর জেলার ৪টি আসনে ৪৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা