নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৮ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে আরো ছিলেন, জেলা পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।
উদ্বোধনী খেলায় সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন মুখোমুখি হয়। পরে ট্রাইব্রেকারে ৩-০ গোলে চন্দ্রগঞ্জ ইউনিয়নকে পরাজিত করে উত্তর জয়পুর ইউনিয়ন। এ টুর্নামেন্টে সদর উপজেলার ২১টি ইউনিয়নের ২১টি দল অংশ নিবে।
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু