জগন্নাথ দাস:
লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে গ্রীণ লাইফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: কামালুর রহিম সমরকে আহবায়ক করে ২৩ সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে আবদুর রহমান তুহিন চৌধুরীর সভাপতিত্বে এসোসিয়েশনের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে আব্দুর রহমান তুহিন চৌধুরী, মো. নাজমুল হাসান, রাজু হাসান ও জহিরুল ইসলাম ফরহাদকে যুগ্ম আহবায়ক করা হয়। এছাড়াও আরো ১৮জনকে কমিটির সদস্য করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মো. নুরুল হুদা, নাসির উদ্দিন, আবদুর রাজ্জাকসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিকের পরিচালকবৃন্দ।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু