নিউজ ডেস্ক :
দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্লাবের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয় সবাই। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, মানবাধিকার ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, জেলা ছাত্রদলের সভাপতি খালেদ মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
বক্তারা নিউজ টোয়েন্টিফোরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করে চ্যানেলটির উত্তোরোত্তর সম্বৃদ্ধি ও সফলতা কামনা করেন।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে পরিবেশন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, নারী নেত্রী মমতাজ বেগম, সাংবাদিক আজিজুল হক, আবু জাকের রাবেত, এমজে আলম, কামাল উদ্দিন, ইসমাইল হোসেন জবু, জহিরুল ইসলাম শিবলু, মো. জহির উদ্দিন, জান্নাতুল ফেরদৌস নয়ন,মাহবুবুল ইসলাম ভূঁইয়া, কাজল কায়েস, আতোয়ার রহমান মনির, এবি এম নিজাম উদ্দিন, মহি উদ্দিন মুরাদ, কামালুর রহিম সমর, আনিস কবির, পলাশ সাহা, এ কিউ এম সাহাবুদ্দিন, জাহাঙ্গীর হোসেন লিটন, আলী হোসেন, নুর আহমদ মিলন, শহিদুল ইসলাম, মীর ফরহাদ হোসেন সুমন, রবিউল ইসলাম, মাকছুদুল হক, জুয়েল, আহমদ আলী, মিজানুর রহমান, বিএম সাগর, সাজ্জাদুর রহমান ফরহাদ, আনিসুর রহমান মোহন, তাপস সাহা, নজরুল ইসলাম দিপু,আরিফ, রাকিব হোসেন রনি, ইসমাইল হোসেন রবিন, ড্যানি, মোরশেদ আলম, সফিকসহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক ও স্থানয়ি ব্যবসায়ী নাছির উদ্দিন রনি, ইমন, আনোয়ার, রাহাতসহ চ্যানেলটির বিপুল সংখ্যক শুভাকাঙ্খি।
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাব এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
লক্ষ্মীপুর পালের হাটে জমি দখল করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন