জগন্নাথ দাস :
রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবীতে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা করেছে জেলার ৪টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। বুধবার (২৬ জুন) সকালে স্থানীয় একটি রেস্তোরায় লক্ষ্মীপুর পৌরসভা সার্ভিস ইউনিট কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন জেলা সভাপতি একে এম শামছুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলিম মোল্লা, আরো বক্তব্য রাখেন রামগতির পৌর মেয়র মেজবাহ উদ্দিন, রামগঞ্জের পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, রায়পুরের পৌর মেয়র ইসমাইল খোকন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
বক্তারা পৌর কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
More Stories
লক্ষ্মীপুরে একশ’ শিশুর মাঝে গাছের চারা ও নগদ টাকা বিতরণ
লক্ষ্মীপুরে শহীদ শেখ কামালের জন্মবাষির্কী পালন করেছে যুবলীগের বায়েজীদ ভূঁইয়া।
দিঘলি ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রার্থীর সংবাদ সম্মেলন