নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘ফণি’র সতর্কতায় জনগণকে সচেতন করতে মাইকিং চলছে। জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার (০২ মে) সকাল থেকে সদরের মজু চৌধুরীর হাট, কমলনগর ও রামগতি এলাকার নদী তীরবর্তী বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এছাড়া বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চলের মানুষ, গরু, মহিষসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজ চলছে। এদিকে লক্ষ্মীপুর-ভোলা বরিশাল নৌরুটের সকল নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া ‘ফণি’মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে ৬৬টি মেডিকলে টিম গঠন, সরকারি বরাদ্দের ৩৭৫ মেট্রিক টন চাল ও ২৫০০ বস্তুা শুকনো খাবার ও নগদ ৮লাখ টাকা মজুদ রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১০০ টি আশ্রয় কেন্দ্রসহ সকল পাকা শিক্ষা প্রতিষ্ঠান।
জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা নদীর জেগে উঠা দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ৯০-১১০ কি. মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘ফণি’র সতর্কতায় চলছে মাইকিং

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু