নিউজ ডেস্ক :
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে রবিবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয় সবাই। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জজ (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) সিরাজুদ্দৌলা কুতুবী, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুমিনুল হাসান, লিগ্যাল এইড অফিসার মো. ফাহাদ বিন আমীন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, আইনজীবী সমিতির সভাপতি এ কে এম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন, সরকারি কৌশলী শ্যামল কান্তি চক্্রবর্তী প্রমুখ।
পরে ফিতা কেটে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।
লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু