মার্চ ২৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে ৪৫৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪৬টি গুরুত্বপূর্ণ

নিউজ ডেস্ক :
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আগামী কাল (২৪ মার্চ)।ইতোমধ্যে নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচন সরঞ্জামাদি। শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ৫ উপজেলার ৪৫৮টি ভোট কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এসব কেন্দ্রের মধ্যে ৩৪৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে বিজিবি র‌্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন স্থানে তাদের টহল দিতে দেখা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৫ উপজেলায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার সংখ্যা রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন।
এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় জেলায় ১৯’শ পুলিশ সদস্য, ১১ প্লাটুন (২২০ জন) বিজিবি, ১০ প্লাটুন (৮০ জন) র‌্যাব ও ৫ হাজার ৪৯৬ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে বলে জানান পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author