জগন্নাথ দাস:
লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক (২০১৯-২০) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ১৩ টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৮টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি সমর্থিতরা। আর সভাপতিসহ অন্য ৫টি পদে বিজয়ী হন আওয়ামীলীগ সমর্থিতরা। বুধবার রাত ৯ টার দিকে সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২৮৯ জন ভোটারের মধ্যে ২৮৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আওয়ামীলীগের এ কে এম হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে বিএনপি’র হাবিবুর রহমান নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিত হলেন, সহ-সভাপতি আব্দুর রহিম ও হেলাল উদ্দিন (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক মো. মুনতাসিনুল মুন্ন (বিএনপি) ও মো. ফজলে রাব্বি (আওয়ামীলীগ), সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মোসাদ্দেক হোসেন বাবর (বিএনপি)।
এছাড়া পাঠাগার সম্পাদক পদে শামছুদ্দিন হিমেল (বিএনপি), সদস্য পদে কামরুল হাসান রনি ও আনিম যোবায়ের (বিএনপি), রিয়াজ উদ্দিন দিপু, বেলায়েত হোসেন ও সাজ্জাদ হোসেন (আওয়ামীলীগ) সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী এম এ মতিন, সহকারীর দায়িত্ব পালন করেন আইনজীবী সামছুদ্দিন মোল্লা ও রতন লাল ভৌমিক।
লক্ষ্মীপুরে আইনজীবি সমিতির নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু