জগন্নাথ দাস :
নতুন বছরের ১ম দিনে লক্ষ্মীপুরে বই উৎসব উদযাপিত হয়েছে। (আজ) মঙ্গলবার সকালে শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এদিকে সকাল ১০ টায় লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসায় পর্যটনমন্ত্রী একে এম শাহজাহান কামাল কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ঢাবি’র শিক্ষক নেতা মাকসুদ কামাল ও সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় আনন্দে উচ্ছসিত হয়ে উঠেন শিক্ষার্থীরা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তারা।
লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়,
জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ১৬৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর হাতে সরকারের দেয়া বিনামুল্যের নতুন বই তুলে দেওয়া হবে।
জেলার ৫টি উপজেলার ১৩৬০টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৪১ হাজার ৯৫ জন শিক্ষার্থী ও নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ লাখ শিক্ষার্থী নতুন বই পাবেন।
লক্ষ্মীপুরে পাঠ্যপুস্তক উৎসব

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু