কামাল উদ্দিন :
লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টূর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। জেলা স্টেডিয়াম মাঠে শনিবার (০৮ ডিসেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল এ খেলার উদ্বোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা শিক্ষা অফিসার আবু জাফর মোহাম্মদ সালেহ, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সহকারি জেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, মোসাদ্দেক হোসেন, শিক্ষক নেতা শামছুদ্দিন বাবুল, মোশারফ হোসেন চৌধুরী, আলাউদ্দিন আলো, ফজলে বারী শোয়েব প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ এর উদ্বোধনী খেলায় সদর উপজেলার কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ২/১ গোলে হারিয়ে রামগতি পশ্চিম চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।
এদিকে বঙ্গমাতা গোল্ডকাপ এর উদ্বোধনী খেলায় সদরের পূর্ব চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১/০ গোলে হারিয়ে রামগতি স্টেশন সরকারি প্রাথমিক বিজয় লাভ করে।
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু