নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউট প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে উৎসবে মেতেছেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। শুক্রবার (১২ অক্টোবর) ইনষ্টিটিউটের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আলপিয়া’ এর উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে উৎসবে মেতে উঠেন সবাই। সকালে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান. প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী এম আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম প্রমুখ।
সভা শেষে সেরা শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট তুলে দিয়ে পুরস্কৃত করেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের যুগপূর্তি উৎসব

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাব এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
লক্ষ্মীপুর পালের হাটে জমি দখল করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন