নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খাঁন বলেছেন, দলীয় মনোনয়ন না পেলেও আপনাদের (জনগণের) পাশে থাকবো। মানব সেবায় কাজ করছি এবং সারা জীবন করে যাবো। দলীয় মনোনয়নের ক্ষেত্রে মাঠে যারা কাজ করে এমন লোককে চুড়ান্ত করার আহবান জানান তিনি।
সম্প্রতি লক্ষ্মীপুর নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দলের সভানেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা রামগঞ্জের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছি। আশা করছি খুব সফলভাবে মানুষের সাথে মিশতে পেরেছি মানুষের মনের কথা ও চাওয়া বুঝতে পেরেছি। দলমত নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নেত্রী মনোনয়ন দিলেও আছি না দিলেও তার প্রচারে নিজেকে উৎসর্গ করতে চাই। নৌকা প্রতীকে ভোট চাই। রামগঞ্জের উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। সকল মানুষের সুখে দূঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
মনোনয়ন না পেলেও আপনাদের পাশে থাকবো : ড. আনোয়ার খাঁন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
লক্ষ্মীপুরে নন্দন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ
লক্ষ্মীপুর জেলার ৪টি আসনে ৪৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা