নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে এ উপলক্ষে শহরে আনন্দ র্যালি বের করা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে ক্যাম্পাস প্রাঙ্গণে জম্মদিনের কেক কাটা হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সঞ্জালনায় অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাব এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
লক্ষ্মীপুর পালের হাটে জমি দখল করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন