ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

পিকআপ ভ্যানের চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, ভাংচুর,সড়ক অবরোধ

নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুর-ভোলা মজু চৌধুরীর হাট সড়কের হাজির হাট এলাকায় বালু ভর্তি পিকআপ ভ্যানের চাপায় ইব্রাহীম নামে এক ছাত্র নিহত হয়েছে। এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়ীাটকে ভাংচুর করে ১০ টা থেকে ১২ পর্যন্ত প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে ওই রুটে চলাচলকৃত সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে দূর্ভোগে পড়েন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত স্থানীয় জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালু ভর্তি পিক আপ ভ্যান (ঢাকা মেট্রো-ড ১১-৩০-৩৪) ঘটনাস্থলে এসে মাদ্রাসা ছাত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয় এলাকাবাসী ও আশে পাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটি ভাংচুর করে সড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author