নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত হওয়া ১০৬ জন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আবু তাহের।
জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ট্রাফিক পরিদর্শক (টি আই) মামুন আল আমিন, সিএনজি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সহ-সভাপতি রাকিব পাটোয়ারী প্রমূখ।
জানা যায়, জেলার বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ১৫ জনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে, আহত ৯১ জন শ্রমিককে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয় এ দিন।
লক্ষ্মীপুরে ১০৬ শ্রমিক পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ
লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান