নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল। পরে সন্ধ্য সাড়ে ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূইয়া আজাদের সঞ্চালনায় জেলার ৫টি উপজেলার বাছাইকৃত ৩০ জন শিল্পী একের পর এক রবীন্দ্র সঙ্গিত, নজরুল সঙ্গিত, আবৃত্তি, একক অভিনয়, দেশাত্ববোধক ও আধুনিক গান পরিবেশনের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলার সাংস্কৃতিক ও সামাজিক ব্যাক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার (২১ জুলাই) বিকাল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশংসাপত্র বিতরণের মধ্য দিয়ে জেলা পর্যায়ের এ উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু