নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল। পরে সন্ধ্য সাড়ে ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূইয়া আজাদের সঞ্চালনায় জেলার ৫টি উপজেলার বাছাইকৃত ৩০ জন শিল্পী একের পর এক রবীন্দ্র সঙ্গিত, নজরুল সঙ্গিত, আবৃত্তি, একক অভিনয়, দেশাত্ববোধক ও আধুনিক গান পরিবেশনের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলার সাংস্কৃতিক ও সামাজিক ব্যাক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার (২১ জুলাই) বিকাল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশংসাপত্র বিতরণের মধ্য দিয়ে জেলা পর্যায়ের এ উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাব এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
লক্ষ্মীপুর পালের হাটে জমি দখল করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন