নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে এলজিইডির তত্ত্বাবধানে ৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। রবিবার (০১ জুলাই) সকালে সদর উপজেলার দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী, আওয়ামী লীগ নেতা মো. বেল্লাল হোসেন, আবুল কাশেম, হুমায়ূন কবির স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় দত্তপাড়া কচুয়া সড়কে এক মাস আগে এলজিইডির তত্ত¦াবধানে ৮ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ করা হয়। এখন ওই রাস্তার পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। কাজটিতে সংশ্লিষ্ট ঠিকাদার নিম্ম মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সড়কটির এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে শিক্ষার্থীসহ এলাকার জন সাধারণ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ অনিয়মের প্রতিবাদে ও জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত পূনঃসংস্কারের দাবীতে স্থানীয় ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গ্রামবাসী মানববন্ধন করেন।
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাব এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
লক্ষ্মীপুর পালের হাটে জমি দখল করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন