মার্চ ২৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। লক্ষীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজ্জামান, লক্ষীপুর সদর আসনের এমপি একে এম শাহজাহান কামালের পক্ষ থেকে তার এপিএস বায়েজীদ ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড; নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা সিভিল সার্জন ড. আবদুল গফফারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টর ভবণ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author