জেলার খবরলক্ষ্মীপুর বিনামূল্যে সবজি বিতরণ করলেন চেয়ারম্যান টিটু April 16, 2020 ফেইসবুক ছড়িয়ে দিন / শেয়ার করুন টুইটারে টুইট নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী এবার ব্যাতিক্রম উদ্যোগ সবজি বিতরণ করেন। বৃহস্পতিবার ১৬ এপ্রিল সদর উপজেলার ১৬নং শাকচররে কর্মহীন অসহায় সাধারন মানুষের মাঝে বিনামূল্যে বাড়িতে বাড়িতে গিয়ে এই সবজি পৌঁছে দেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর উপজেলার ( পশ্চিম) যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী । সবজির মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া, শশা, গাজর, কাঁচা মরিচ, টমেটো, সসিন্দা। এর আগে শাকচর ইউনিয়নে তিনি চাল, ডাল, পেঁয়াজ- তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। চেয়ারম্যান টিটু চৌধুরী বলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ভাই নির্দেশে উপজেলা শাকচর ইউনিয়ন ০৬ নং ওয়ার্ডে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় সবজির বিতরণ করি। প্রত্যেক ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে।