এপ্রিল ১৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে লক্ষ্মীপুরে শোভাযাত্রা

নিউজ ডেস্ক :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে লক্ষ্মীপুরে শোভাযাত্রা করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফ থেকে এ শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা সদরের চন্দ্রগঞ্জ হয়ে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন দরবার শরীফের পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী।
এসময় আশেকানে তরিকতের ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন।
প্রসঙ্গত : ৫৭০ খ্রিস্টাব্দের আরবি ১২ রবিউল আউয়ালে আরবের তৎকালীন অন্ধকার যুগে ইসলামের মহান নেতা হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম সমগ্র মানবজাতির জন্য ছিল আশীর্বাদস্বরূপ। তাঁর মাধ্যমেই মহান রাব্বুল আলামিন পৃথিবীতে আসমানি গ্রন্থ পবিত্র কোরআন নাজিল করেন, যা সর্বকালে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান ও পথপ্রদর্শনের জন্য যথেষ্ট। এই পবিত্র কোরআনের ৩৩ নম্বর সূরা আল আজহাবের ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আল্লাহ এবং তার ফেরেশতারাও নবীর জন্য দোয়া করেন। হে বিশ্বাসীগণ তোমরাও নবীর জন্য দোয়া কর ও পূর্ণ শান্তি কামনা কর।’ পবিত্র এই বাণীর আলোকে মহানবী (সা.)-এর মৃত্যুর পর বিভিন্ন পদ্ধতি বা আচার অনুষ্ঠান শুরু হয়। অনেক ক্ষেত্রে তা স্থানীয় কৃষ্টি, সভ্যতা ও লৌকিকতার মিশ্রণে নতুন রূপ লাভ করে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author