জগন্নাথ দাস :
১০ দফা দাবী নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাকলিপি প্রদান করেছে জাতীয়করনকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লক্ষ্মীপুর জেলা শাখা। বুধবার (১২ জুন) সকালে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া এ স্বারক লিপি গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মহাজোটের জেলা কমিটির আহবায়ক মোহাম্মদ আ: ছোবহানসহ শিক্ষক নেতারা।
উক্ত স্মারকলিপিতে পেশকৃত ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো শতকরা ৫০ ভাগ বেসরকারী চাকুরীকাল গণণা করে গ্রেডেশন/পদোন্নতি তালিকা তৈরী, প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নীত স্কেল বাস্তবায়ন, প্রধান শিক্ষদের গেজেট থেকে বাদ পড়া শিক্ষকদের গেজেট সংশোধনক্রমে প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশ করা।