মার্চ ২৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

নিউজ ডেস্ক :
“সবুজে বাঁচি, সবুজে বাঁচাই, নগরÑপ্রাণÑ প্রকৃতি সাজাই” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ‘বৃক্ষ রোপন অভিযান, বৃক্ষ মেলা ও ফলদ বৃক্ষ রোপন পক্ষ-২০১৮” এর আয়োজন করা হয়েছে। স্থানীয় বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার (২১ জুলাই) সকালে এসব কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারি বন সংরক্ষক মো. মফিক উল্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খান প্রমুখ। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে প্রায় অর্ধশত স্টল বসে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আগামী ২৮ জুলাই মেলা শেষ হবে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author